চাঁদপুরে ৭ মাদক মামলার আসামি সোর্স সুজন অপহরণ মামলার আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর মডেল থানার পুলিশের অভিযানে ৭ মাদক মালার আসামী সোর্স সুজনকে অপহরণ মামলায় অটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড়স্টেশন এলাকা থেকে মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন তাকে আটক করে। পরে দুপুর আড়াইটায় তাকে আদালতে প্রেরণ করলে আদারত তাকে জেল হাজতে পাঠান।

জানা যায়, ১৭ এপ্রিল সুজন ৫নং ঘাট এলাকার বাসিন্দা মৃত. আইয়ুব আলী খন্দকারের মেয়ে ১৪ বছরের মেয়েকে নিয়ে যায়। পরে ঐ মেয়ের মা পারুল বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোর্স সুজনকে মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড়স্টেশন এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী জানান, সুজন সোর্সের পরিচয় দিয়ে এলাকার নিরিহ মানুষদের হয়রানী করতো। বিভিন্ন সময় সে এলাকার নীরিহ মানুষদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করতো। কেউ টাকা না দিলে তাদেরকে সে মাদক দিয়ে ধরিয়ে দিত। সুজনের আটকের খবর শুনে এলাকাবাসী মাঝে স্বস্তিÍ ফিরে আসে।

মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন, সুজন কোন সোর্স নয়। তাকে অপহরণ মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ৭টি মামক মামলা রয়েছে।

সম্পর্কিত খবর