এম এম নুরুল হক উবি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন এসএসসি পরীক্ষা

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম. এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন।

রবিবার (৩০ এপ্রিল) সারা দেশের ন্যায় চলমান এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদরের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে এ কেন্দ্র ৭ শত ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন ছাত্র ও ২জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সচিব ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার এ কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মোট পরীক্ষার্থী ছিল ৭২২ জন।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাশ।

সম্পর্কিত খবর