চাঁদপুরে সিএনজি পরিবহন শ্রমিক নেতাকর্মীদের ৮ দফা দাবি

স্টাফ রিপোর্টারঃ১ লা মে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা, ট্যাক্সি,ট্যাক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ৮ দফা দাবি জানিয়েছেন।

সংগঠনের চাঁদপুর জেলার সভাপতি কাজী ওমর ফারুক সিএনজি পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই ৮ দফা দাবি তুলে ধরেন।

৮ দফার মধ্যে রয়েছে মালিক পক্ষ থেকে চালক/শ্রমিকদের নিয়োগ পত্র দিতে হবে।চাঁদপুর-ফদিরগঞ্জ সেতুর অবৈধ টোল আদায় বন্ধ করতে হবে।

চাঁদপুরের সকল পৌরসভার ইজারা ব্যাতীত অবৈধ স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় বন্ধ করতে হবে।জেলার সকল পৌরসভায় স্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড নির্মাণ করতে হবে।মালিক সমিতি,বাজার সমিতির নামে জোর পূর্বক চাঁদা আদায় বন্ধ করতে হবে।

সকল থানায় ডিউটি করা চালকদের সঠিক পারিশ্রমিক দিতে হবে।পুলিশ কর্তৃক অহেতুক চালকদের হয়রানি বন্ধ করতে হবে।সড়ক বা আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধ্য দোকান সড়িয়ে রাস্তা প্রশস্তকরন করতে হবে।

৮ দফা দাবির বিষয়ে কাজী বলেন আমার চালক ও শ্রমিক ভাইয়েরা আমাকে সংগঠনের সভাপতি বানিয়েছে।আমি চেস্টা করবো তাদের অধিকার সঠিক ভাবে বাস্তবায়ন করার।

সম্পর্কিত খবর