হাইমচরে আম পারা’কে কেন্দ্র করে বৃদ্ধা মহিলার উপর সন্ত্রাসী হামলা

হাইমচর প্রতিনিধিঃ হাইমচর উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নের মাঝি বাড়িতে নিজ গাছের আম পারা’কে কেন্দ্র করে বৃদ্ধা মহিলার উপর সন্ত্রাসীর হামলা করে জামাত নেতা মাওলানা হাফেজ আহাম্মেদ,ফজলুর রহমান,মাওলানা মজিদ আহাম্মেদ ও তাদের দল বল নিয়ে এই সন্ত্রাসী হামলা চালায়।

২৮ এপ্রিল শুক্রবার দুপুরে হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের মাঝি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত শাহনাজ বেগম কে স্থানীয়রা উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।বর্তমানে আহত শাহনাজ বেগম(৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন রয়েছে

শাহনাজ বেগম বলেন,আমি আমার চাচার গাছের আম পারতে যা-ই।
এমন সময় মরহুম মজিদ মাওলানার ছেলে মাওলানা হাফেজ ও ফজলু সহ তাহারা ৪/৫ ভাই একত্রিত হয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং আমার ব্লাউজ ও কাপড় টেনে ছিঁড়ে ফেলে ও আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে আমার শ্লীলতাহানি করে। মাওলানা হয়েও আমি একজন মহিলা তারপর ও তারা ৪/৫ ভাই মিলে আমাকে মারধর করে।

আমার গলায় একটি স্বর্ণের চেইন ছিলো আমার চেইনটি হাফেজ আহাম্মেদ টান দিয়ে নিয়ে যায়।

আমি হামলা কারীর বিরদ্ধে হাইমচর থানা প্রশাসনের কাছে বিচারের দাবী জানাই।

এই ঘটনায় হামলা কারীর’দের বিরদ্ধে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত শাহনাজ বেগম এর পরিবারবর্গ।

এবিষয়ে অভিযোগ কারী জামাত নেতা মাওলানা হাফেজ আহাম্মেদ ফজলুর,রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন শাহনাজ বেগম এর উপর কোন হামলা করিনা,কে বা কারা হামলা করেছে তা আমার জানিনা।

সম্পর্কিত খবর