চাঁদপুরে তরমুজ পেলে দেওয়া হচ্ছে ডাকাতিয়া নদীতে !

চাঁদপুর খবর রিপোর্ট : নদীপথে চাঁদপুর শহরের চৌধুরী ঘাট তরমুজ নিয়ে আসে তরমুজ চাষী ও ব্যবসায়ীরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে কেনা-বেচা। তরমুজকে কেন্দ্র করে আড়দ গুলোতে প্রতিদিন লেনদেন হয় প্রায় কোটি টাকা।

তবে বিগত বছরের তুলনায় ট্রলার প্রতি তরমুজের চালান নিয়ে এসে কাঙ্খিত দাম না পেয়ে হতাশ তরমুজ ব্যবসায়ীরা।

এ বিষয় এক তরমুজ চাষী বলেন, তরমুজ চাষ করছি প্রায় ৫শ শতক জমিতে। আমার ১২-১৩লক্ষ টাকা খরচ হইছে। চাষ অনুযায়ী বিক্রি নাই। ক্ষেতে কোন বেপারী বা ক্রেতা নাই। চাঁদপুরে আনছি, তেমন বেচাকেনা নাই। অনেক টাকা ঋনী হয়ে গেছি।

তরমুজ ব্যবসায়ীরা জানান, বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁদপুরে নিয়ে আসতে ট্রলারে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। যার কারনে ডাকাতীয়া নদীতে ফেলে দিতে হচ্ছে তরমুজ। অবশিষ্ট তরমুজ কম দামে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টির কারনে তরমুজে লোকসান গুনতে হচ্ছে।

গত ৩এপ্রিল (সোমবার) সরেজমিনে দেখা যায়, তরমুজ বোঝাই করা ট্রলারগুলো ডাকাতীয়া নদীর পারে নোঙ্গর করা আছে। তরমুজ নেওয়ার মত ক্রেতা নেই। শ্রমিকরা ব্যস্থ রয়েছে, তরমুজ খালাস করতে। নষ্ট হওয়া তরমুজ ফেলে দিতে হচ্ছে ডাকাতীয়া নদীতে।

সম্পর্কিত খবর