চাঁদপুর প্রেসক্লাব মাঠে মাসব্যাপী ইরানী পণ্যমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যাপক সমাহার নিয়ে চাঁদপুর প্রেসক্লাব মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ইরানী পণ্য মেলা।

২৬ মার্চ রোববার মহান স্বাধীনতা দিবসে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহছানউল্লাহ।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের অন্যতম কর্মকর্তা চৌধুরী ইয়াসিন আরাফাত, সদস্য এস এম মোর্শেদ সেলিম, এম আর ইসলাম বাবু ও আশ্রাফুল আলম, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাওন পাটওয়ারী, মাসব্যাপী ইরানী পণ্য মেলার আয়োজক আজহারুল ইসলাম সরকার, ফেয়ার বাংলা ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক মাহবুব আলম, পরিচালক মাঈনুল ইসলাম, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ পণ্যমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথি মেয়র জিল্লুর রহমান জুয়েল বিভিন্ন পণ্যর সমাহারে এ ধরনের মেলার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি ন্যায়সঙ্গত দামে পণ্য বিক্রির আহ্বান জানিয়ে বলেন, সিয়াম সাধনার মাসে যদি আপনারা ন্যায় সঙ্গত ব্যবসা পরিচালনা করেন, তাহলে অবশ্যই আল্লাহর তরফে ছোয়াবের ভাগী হবেন। ক্রেতা সাধারন যাতে বুঝতে পারে তারা ইরানী মেলায় পণ্য ক্রয় করে জিতেছে।

চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সুন্দর প্যাভিলিয়নসহ প্রেসক্লাব ভবনের নীচতলায় মোট ৫৪ টি স্টল স্থান পেয়েছে এবারের পণ্য মেলায়। স্থান পেয়েছে হরেক রকম তৈরি পোষাক, রেডিমেড গার্মেন্টস, ইলেকট্রনিক সামগ্রী, রুটি মেকারসহ হরেক রকম পণ্য। রয়েছে মুখরোচক বিভিন্ন খাবার সামগ্রীও।

বিদেশী পণ্যের মধ্যে রয়েছে ইরানী পণ্য। মেলা চলবে পবিত্র ঈদুল ফিতরের আগের রাত পর্যন্ত। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বসাধারণের কেনা-কাটার জন্য মেলা উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানান। তারা বলেন, আমাদের এখানে পণ্য কিনে কেউ ঠকবে না।

সম্পর্কিত খবর