রমজানের পবিত্রতা রক্ষায় শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যানের নির্দেশনা

চাঁদপুর খবর রির্পোট: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতনামূলক নির্দেশনা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।

নির্দেশনায় তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সব ধরনের প্রানহানেরর দোকান বন্ধ রাখতে হবে। খাবার হোটেল, চায়ের দোকান দিনের বেলায় খোলা রেখে রজমানের পবিত্রা নষ্ট করা অপরাদ যোগ্য। রমজানে সবাইকে সচেতন হতে হবে। যেখানে সেখানে সিগারেট খাওয়া যাবে না, ফুটপাতে ইফতারি খোলা রাখা যাবে না, খাবার ঢেকে রাখতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, হোটেলগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্তিম সংকট তৈরী করবেন না। যারা এ সব অপরাধের সাথে ঝড়িত থাকতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখারও নির্দেশনা প্রদান করেন তিনি।

সম্পর্কিত খবর