চাঁদপুরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ‘ আদর্শে স্পন্দিত মুজিব – চেতনায় মুক্তিযুদ্ধ ‘ বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠার দেড় দশকে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও কেক উদযাপন গতকাল ২০ মার্চ সোমবার বিকেলে কাজী নজরুল ইসলাম সড়কস্হ রোটারি ভবনের ডাঃ নুরুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম পির চাঁদপুরস্হ প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু।

বক্তারা বলেন, প্রথমে স্বরণ করছি মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। কথায় আছে, অস্রের চেয়ে কলমের শক্তি বেশি। মহান মুক্তিযুদ্ধে কবিদের লিখনের মাধ্যমে আবৃত্তিকারদের আবৃত্তির মাধ্যমে বাংলার দামাল ছেলেদের শরীর- মন উজ্জীবিত হয়ে যুদ্বে ঝাপিয়ে পড়েন।

আগামী প্রজন্ম এই আবৃত্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।তাই এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযুষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি ও ছড়াকার পীযুষ কান্তি বড়ুয়া, সহ-সভাপতি কে এম মাসুদ, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, কার্যকরী পরিষদের সদস্য আবু সায়েম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পীযুষ কান্তি রায় চৌধুরীর সহধর্মিণী মীরা রায় চৌধুরী, আমন্ত্রিত অতিথি কবি ও সাহিত্যিক তসলিম হোসেন হাওলাদার, ইকবাল পারভেজ, সংগঠনের সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, খোদেজা মাহবুব, সমাজকল্যান সম্পাদক সিগমা হাসান কনক, , কোষাধ্যক্ষ ফাতেমা তুজ জোহরা, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রত্ন পীযূষ, সদস্য মোঃ মজিবুর রহমান গাজী সহ অভিভাবক ও ক্ষুদে আবৃত্তিকার।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠার দেড় দশকে পদার্পণ উপলক্ষে অতিথিবৃন্দ ক্ষুদে আবৃত্তিকারদের হাতে কেক কেটে উৎসব উদযাপন করেন। অনুষ্ঠান চলাকালীন ক্ষুদে আবৃত্তিকাররা আবৃত্তি, সংগীত ও নৃত্যশিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সম্পর্কিত খবর