চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের ৬ জনের সিলভার ও ব্রোঞ্জ পদক

স্টাফ রিপোর্টার : জাপান কারাতে এসোসিয়েশন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা কারাতে ইভেন্ট ‘১ম স্বাধীনতা কাপ কারাতে প্রতিযোগীতা ২০২৩’ চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের ১ জন সিলভার ও ৫ জন ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

গত ১৭ ও ১৮ মার্চ চট্টগ্রাম রাইফেল ক্লাবে চট্টগ্রামে মেঘা কারাতে ইভেন্টে চাঁদপুর সোতোকান কারাতের ১২ সদস্যের টিম অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যরা হলোঃ টিম ম্যানেজার সাবাব খান পলাশ, আইরিন, খাতিজা, মেহরাজ, মুনতাসির, আব্দুল্লাহ, শাহাদাত, মুন্না, অথৈ, বিনায়ক, সুমাইয়া ও আব্দুর রহমান।

এদের মধ্যে সাবাব খান পলাশ (ব্রোঞ্জ পদক), আইরিন (সিলভার পদক), খাতিজা (ব্রোঞ্জ পদক), মেহরাজ ( ব্রোঞ্জ পদক), মুনতাসির (ব্রোঞ্জ পদক), আব্দুল্লাহ (ব্রোঞ্জ পদক) অর্জন করে।

চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের কোচ মো. জসিম গাজী আরো জানান তাদের কারাতে ক্লাব থেকে প্রতিবছরই বিভিন্ন জেলা বিভাগ ও ন্যাশনাল পর্যায়ে যেসব খেলা হয় প্রায় সকল খেলাতেই তারা অংশগ্রহণ করে। এ বছরের ন্যাশনাল খেলা আগামী রমজান ঈদের পরপরই অনুষ্ঠিত হবে সেখানে তারা তাদের কারাতে টিমের বড় ধরনের সাফল্য অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রচেষ্টায় চাঁদপুর সোতোকান কারাতে সেন্টার এগিয়ে যাবে।

 

সম্পর্কিত খবর