রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌরসভার কাউন্সিলর আ. মালেক শেখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ তানিয়া ইসতিয়াক খান।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী হারুন আল রশীদ। দুই পর্বের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া ভুইয়া বতু, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তপ্রধান শিক্ষক আলী হোসেন, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধ্রুব রাজ বণিক, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন, বিদ্যালয়র সহকারি শিক্ষক দীলিপ সাহা, পপি মণ্ডল, কান্তা মজুমদার, আমেনা বেগম, রিংকু, সেলিনা বেগম, ফারজানা বেগম, মাহি, সারমিন।

ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের সম্মানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানটি বিপুল সংখ্যক অভিভাবক, সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠান উপভোগ করেন।

মতলবের কৃতী সন্তান এডভোকেট জেসমিন সুলতানা সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন’ ২০২৩-২৪’ এ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি।

সম্পর্কিত খবর