শাহতলীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং : বখাটের বিরুদ্ধে পুলিশের অভিযান

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী হাইস্কুল নবম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং ও ফেসবুকে অশ্লীল কথাবার্তা লিখে অপপ্রচারের অভিযোগ উঠেছে একেই বিদ্যালয়ের বখাটে দশম শ্রেনীর শিক্ষার্থী ইমন চৌধুরী বিরুদ্ধে ।

বিষয়টি ছাত্রীর অভিভাবক মহল থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় । ছাত্রীর বাড়ী হামানকর্দ্দী গ্রামে ।

গতকাল ১৬ মার্চ ঘটনাটি বিদ্যালয় কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদকে ম্যাসেঞ্জারে জানালে তার নির্দেশে সাথে সাথে থানার এসআই সহিদুলের নেতৃত্বে শাহতলী চৌধুরী বাড়ীতে পুলিশ অভিযান চালায় । কিন্তু পুলিশের উপস্থিতিতে টের পেয়ে বখাটে দশম শ্রেনীর শিক্ষার্থী ইমন চৌধুরী পালিয়ে যায় । ইমন চৌধুরীর পিতার নাম খায়ের চৌধুরী ।

এ ব্যাপারে থানার এসআই সহিদুল দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ স্যারের নির্দেশে বখাটে দশম শ্রেনীর শিক্ষার্থী ইমন চৌধুরীতে অভিযান চালাই । সে পালিয়ে যায় । তাকে যে কোন মুহুর্তে গ্রেফতার করা হবে । অভিযোগের সত্যতা পেয়েছি । তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।

এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক দৈনিক চাঁদপুর খবরকে গতকাল জানান,আমি চাই আমার মেয়ের নিরাপত্তা ।

সে যাতে নিয়মিত স্কুলে যেতে পারে । স্কুলে কিংবা ক্যাম্পাসের বাহিরে পথেঘাটে বখাটের দ্বারা হয়রানির স্বীকার না হয় । আমার মেয়ের কোথাও নিরাপত্তা নেই এখন । এমনকি বাড়ীতে এসে আমার পরিবারকে হুমকি দিচ্ছে । ফেসবুকে অশ্লালীন লেখা ছাড়া হচ্ছে আমার মেয়ের বিরুদ্ধে ।

অপপ্রচার চালানো হচ্ছে । স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির নিকট বিষয়টির সুষ্ঠু বিচার ও সমাধান আশা করছি ।

সম্পর্কিত খবর