চাঁদপুর রেলওয়ে থানার বিট পুলিশিং সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর রেলওয়ে থানার আয়োজনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চুরি-সিনতাই, মাদক পাচার এবং রেললাইনে হাঁটা বন্ধে জনসচেতনতায় সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১০মার্চ শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর শহরের রেললাইন সংলগ্ন ঘোড়ামাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার।
তিনি বলেন, চলন্ত রেলে পাথর নিক্ষেপ একটি ভয়ঙ্কর ও জঘন্যতম অপরাধ। এতে করে অনেক যাত্রী পঙ্গুত্ববরণ করেছে। এই ধরনের জঘন্যতম অপরাধ বন্ধ সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তাছাড়া রেললাইনে অনেকে হাঁটাচলা করেন এবং মোবাইলের হেডফোন কানে লাগিয়ে হাঁটেন। এতে করে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

তিনি আর বলেন, রেলে মাদক পাচার, চুরি ছিনতাই বন্ধে রেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। সকল অপরাধকে আমরা কঠোর হাতে দমন করতে প্রস্তুত রয়েছি। তিনি রেল সংশ্লিষ্ট অপরাধ দমনে এলাকার সচেতন মহলের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আতাউর রহমান, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক কাজী মোহাম্মাদ ইব্রাহিম জুয়েল, চাঁদপুর রেলওয়ে থানার এএসআই দ্বীন মনি বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর