চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।

পুলিশ সুপার বলেন,নারীরা আজ নিজ যোগ্যতায় মেধা ও শ্রম দিয়ে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। দেশে অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই নারী পুরুষ উভয় নিজ কর্ম নৈপুণ্যে দক্ষতার পরিচয় দিয়ে বর্তমান বিশ্বে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, পুনাক সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

 

সম্পর্কিত খবর