হাপানীয়া ফর্মূলা দিঘির পানি দূষিত করছে মৎস্য ব্যবসায়ী লোকমান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানীয়া গ্রামে বিতর্কিত মৎস্য ব্যবসায়ী লীজ গ্রহীতা মোঃ লোকমান গাজী’র ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক দ্রব্যে দূষিত হয়েছে হাপানীয়ার ঐতিহ্যবাহী ফর্মূলা দিঘির পানি। এতে দিঘির চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে ও দিঘির চারপাশের মানুষ এ দূষিত পানি ব্যবহার করে নানা চর্মূরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে এ দিঘির পানি। এতে ঐতিহাসিক এ দিঘিটি মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

গতকাল ১৮ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, আশিকাটি ২নং ওয়ার্ডের হাপানীয়া গ্রামের ফর্মূলা দিঘিতে মাছ চাষে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করায় পানি মারাত্বক ভাবে দূষিত হয়েছে। পানি রং দূষিত হয়ে কালচে হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয় দিঘির চারপাশের বসবাসকারীরা দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমরা প্রায় ২শতাধিক পরিবার এ দিঘির চারপাশে বসবাস করছি। আমাদের পানি ব্যবহারের একমাত্র মাধ্যম এ ফর্মূলা দিঘি। কিন্তু মাছ ব্যবসায়ী অধিক লাভের আশায় দিঘিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় পানি দূষিত হয়ে কালচো হয়ে গেছে। তাই আমরা এ পানি ব্যবহার করলে বিভিন্ন চর্মরোগসহ নানা ব্যধিতে আক্রান্ত হচ্ছি।

এলাকাবাসী দৈনিক চাঁদপুর খবরকে আরো জানান, এ দিঘির পূর্ব পাড়ে একটি মসজিদ রয়েছে। এ মসজিদে শতশত মুসল্লি প্রতিদিন নামাজ আদায় করে। মুসল্লিগণদের বাধ্য হয়ে এ দূষিত পানি দিয়ে ওযু করতে হচ্ছে। আমরা এ লোভী মাছ ব্যবসায়ীর বিচার দাবি করছি। একই সাথে দিঘির পানিতে যাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে মৎস্য ব্যবসায়ী মোঃ লোকমান গাজীর ফোনে একাধিক বার কল করলে তিনি কল রিসিব করেননি।

সম্পর্কিত খবর