শাহতলী বাজারে একমাসে ৩দোকানে চুরি!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী বাজারে জানুয়ারী ও ফেব্রুয়ারী-২০২৩ মাসে একাধিক দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। চুরি প্রতিরোধে বাজার কমিটির নেই কোন পদক্ষেপ। একের পর এক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল ১৮ ফেব্রুয়ারী (শনিবার) শাহতলী বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পূর্বে বিভিন্ন সময়ে শাহতলী বাজারে চুরি ঘটনায় বাজার কমিটির কাছে বাজার ব্যবসায়ীরা অভিযোগ করেন। এতে বাজার কমিটি কোন ব্যবস্থা নেয়নি কিংবা নিরাপত্তা জোরদার করেননি ।

এলাকার স্থানীয় ও বাজার ব্যবসায়ীরা জানান, গত ৯জানুয়ার-২০২৩তারিখে সোমবার দিনগত গভীর রাতে শাহতলী বাজারের হারুন স্টোর নামক চায়ের দোকানে মেইন দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে। দোকানে থাকা নগদ টাকা সহ ৬হাজার ৩শ ৩৫টাকার মালামাল নিয়ে যায়। অপরদিকে ১৬জানুয়ারী-২০২৩তারিখে সোমবার গভীর রাতে দিদার গাজীর লেপ-তোষকের দোকানে দরজা ভেঙ্গে প্রায় ৫হাজার ৫শত টাকার মালামাল নিয়ে যায়।

৬ ফেব্রুয়ারী-২০২৩তারিখ (সোমবার) দিবাগত রাতে হালিম স্টোর এর চা দোকান থেকে প্রায় ১০হাজার টাকার মালামাল নিয়ে যায়। তিন দোকান থেকে সর্বমোট ২১হাজার ৮শত ৩৫টাকার মালামাল নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, শাহতলী বাজারে বর্তমানে প্রায় ২শতাধিক বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। বাজার কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত নৈশ প্রহরী থাকলেও, গত ১মাসে একাধিক দোকানে কিভাবে চুরির ঘটনা ঘটে, তা বাজার কমিটির কাছে ব্যবসায়ীগণ জানতে চায়। গত কয়েক মাসে ওই বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।

চুরি হওয়া ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা জানান, চুরি প্রতিরোধে ব্যবসায়ীক বান্ধব একটি বাজার কমিটি প্রয়োজন। যে কমিটি ব্যবসায়ীদের স্বার্থ দেখবে। বাজারে নৈশ প্রহরী দিয়েও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিতে পারেনি। তাছাড়া বাজারে নৈশ প্রহরী থাকা অবস্থায় কিভাবে চুরি হয়, তার কোন জবাবদিহিতা নেই। এ নৈশ প্রহরীদের বেতন বাজার ব্যবসায়ীদের কাছ থেকে তুলে দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা এর কোন সুফল পাচ্ছেনা।

শাহতলী বাজারের নিরাপত্তার বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা ।

সম্পর্কিত খবর