চাঁদপুরে জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের সমাপনী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ৯ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। সঠিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।

এসময় প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীগণকে সনদ প্রদান করেন পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

সম্পর্কিত খবর