চাঁদপুরে সাতদিনব্যাপী বইমেলার উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ৭ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বক্তবব্যে বলেন, বই হচ্ছে আমাদের জ্ঞানের আঁধার। বই মেলা কতদিনে আয়োজন হলো তা গুরুত্বপূর্ণ নয়। বই মেলার উদ্দেশ্য হচ্ছে পাঠকদের নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া। শিক্ষার্থীরা এ মেলায় আসলে ঢকার বই মেলার স্বাদটি পাবে। পাঠকদের চাহিদা বেশি থাকলে এ মেলা ভবিষ্যতে আরো দীর্ঘদিনের করবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়াসহ বিভিন্ন পেশা শ্রেণীর ব্যাক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিরা মেরার স্টলগুলো পরিদর্শন করেন।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এই বইমেলা হচ্ছে। স্টল রয়েছে ৩০টি। প্রতিদিন বিকেল থেকে মেলায় কবিতা পাঠ, সাহিত্য আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে স্থানীয় শিল্পীরা ও সাহিত্য সাংগঠনগুলো অংশগ্রহন করবে।

সম্পর্কিত খবর