চাঁদপুরে পদ্মা লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজার প্রতারক আরিফ আটক!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সে গ্রাহকদের পলিসি’র মেয়াদ শেষ হওয়ার পরও বীমার টাকা পরিশোধ না করায় পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চাঁদপুর শাখার ম্যানেজার বিতর্কিত প্রতারক মোহাম্মদ আরিফকে অবশেষে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।চাঁদপুর মডেল থানায় এ সংক্রান্ত একাধিক অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চাঁদপুর শাখার ম্যানেজার প্রতারক মোহাম্মদ আরিফকে আটক করে এসআই মহিউদ্দিন । দীর্ঘদিন যাবত সে পালিয়ে ছিলো ।
মডেল থানা সূত্রে জানা গেছে, আসামী ১সপ্তাহের মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চাঁদপুর শাখার ম্যানেজার প্রতারক মোহাম্মদ আরিফ বীমা গ্রাহদের টাকা পরিশোধ করবে বলে স্বীকারোক্তি দেয়। মডেল থানায় মুচলেকা দিয়ে সাত দিন সময় চেয়ে আপাতত মুক্তি লাভ করে ।

গতকাল ১৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার)দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই মহিউদ্দিন দৈনিক চাঁদপুর খবরকে জানান, একাধিক অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চাঁদপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আরিফকে আটক করি ।অর্ধশতাধিক গ্রাহকের বীমার টাকা পরিশোধ না করার অভিযোগ স্বীকার করে ম্যানেজার আরিফ । আরিফের আটকের খবর পেয়ে ভোক্তভোগী বীমার ৯জন গ্রাহক গতকাল থানায় এসে বীমার টাকা প্রেরতের দাবী করে । পুলিশ আশ্বস্ত করে টাকা তুলে দেওয়ার । পরে আসামী ১সপ্তাহের মধ্যে বীমা গ্রাহদের টাকা পরিশোধ করবে বলে স্বীকারোক্তি দেয়। আমাদের কাছে মুছলেকা দিয়ে সাত দিন সময় চেয়েছে।

এ বিষয়ে গতকাল চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে বীমা গ্রহকদের বিস্তর অভিযোগ শিরোনামে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় নিউজ প্রকাশের পর ও থানায় জিডি হওয়ায় আমরা পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স চাঁদপুর এর ম্যানেজার মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসি। পরে আসামী ১সপ্তাহের মধ্যে বীমা গ্রাহদের টাকা পরিশোধ করবে বলে স্বীকারোক্তি দেয়। আমাদের কাছে মুছলেকা দিয়ে সাত দিন সময় চেয়েছে।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী পর্যন্ত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অফিসে বীমা গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে ভোক্তভোগী বীমা গ্রাহকদের। বীমা গ্রাহকদের মধ্যে অভিযোগ করেন রাবেয়া বেগম, স্বামী-মৃত মনির হোসেন, রোকেয়া বেগম, স্বামী-মিন্টু তপদার, মানিক বেপারী, পিতা- কালু বেপারী, হাসিনা বেগম, স্বামী-আবু তাহের মিজি, মাহফুজা বেগম, স্বামী-বিল্লাল মিজি, নাছিমা বেগম, স্বামী-মাহফুজ চৌধুরী, মোসাঃ কাজলী বেগম, স্বামী-আলমগীর চৌধুরী সর্ব সাং-বড় শাহতলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর। এসব বীমা গ্রাহকরা পত্রিকা অফিসে অভিযোগ করেছে ।

অভিযোগ উঠেছে বছরের পর বছর চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের মেয়াদোত্তর দাবী পরিশোধে টালবাহানা করছে। পলিসি মেয়াদ শেষ হওয়ার ৬ থেকে ৭বছর অতিবাহিত হলেও বীমা গ্রাহকদের দাবী পরিশোধ করছে না চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি:। নানা প্রতারনার আশ্রয় নিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি:। উল্টো পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর পক্ষ থেকে হয়রানি ও হুমকি-ধামকি দিচ্ছে বীমা গ্রাহকদের। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বীমা গ্রাহকরা।

এ ব্যাপারে গত ১২ফেব্রুয়ারী (রবিবার) চাঁদপুর মডেল থানায় জিডি এন্টি দায়ের করা হয়েছে। জিডি নং-৭৭৫, তারিখঃ ১২/০২/২০২৩খ্রি.। জিডিটি দায়ের করেন জনৈক বীমা গ্রহীতাদের পক্ষে নীলুফা বেগম, পিতা-ইসলাম খান, মাতা-রুজিনা বেগম, ঠিকানাঃ গ্রামঃ বড় শাহতলী, ডাকঘর ঃ শাহতলী, উপজেলাঃ চাঁদপুর সদর, জেলা ঃ চাঁদপুর।

এতে আসামী করা হয়: পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর চাঁদপুর ব্যাঞ্চ এর ম্যানেজার ম্যানেজার মোহাম্মদ আরিফ, সহকারি মোহন, সহকারি মমিন, সহকারি আলমগীর সর্ব পিতা-অজ্ঞাত দের। এর প্রেক্ষিতে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর চাঁদপুর ব্যাঞ্চ এর ম্যানেজার মোহাম্মদ আরিফ কে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরে সাতদিনের মধ্যে টাকা পরিশোক করবে মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পায়।

সম্পর্কিত খবর