চাঁদপুরের শহরের সার ব্যবসায়ী মিয়াজী ট্রেডার্সকে জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের ৫নং ঘাট এলাকার মিয়াজী ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় এবং নির্ধারিত মূল্যের চাইতে সারের দাম বেশী রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে শহরের ৫নং ঘাটে সারের নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় মিয়াজী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি বিপনিবাগ বাজারে চিংড়িতে জেলি আছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ। ভোক্তার স্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর