নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও নিসচার উপদেষ্টা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেছেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটি সড়ক নিরাপত্তায় এখানে ব্যাপক কাজ করছেন।

চাঁদপুর জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনটির কাজ অত্যন্ত প্রশংসনীয়। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আগামীতেও এ সংগঠনটি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে কাজের মাধ্যমে।

তিনি গতকাল ৮ ফেব্রুয়ারি চাঁদপুর সাহিত্য একাডেমীতে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। বিকেল ৪ টায় অনুষ্ঠিত সাধারণ সভার
সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ লতিফ ।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনের সাবেক সদস্য সচিব ও সদস্য শওকত করিম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম কুমকুম, ক্রীড়া সম্পাদক মোঃ ফরহাদ আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক সুজয় চৌধুরী লিটন, সদস্য যথাক্রমে ওমর ফারুক, ইসমাইল হোসেন বাদল, মোখলেসুর রহমান রুবেল, মোহাম্মদ হাবিবুর রহমান, আলমগীর হোসেন ,মকবুল হোসেন , মোঃ শাহাদাত হোসেন ,শাহ আলম, শাজাহান খান ,হারুনুর রশিদ গাজী , কামরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী একুশে ফেব্রুয়ারি পালনকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত খবর