মতলব পৌর সভায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান শুরু

সমির ভট্টাচার্য্য : চাঁদপুর জেলার মতলব দক্ষিন পৌরসাভার ৬ নং ওয়ার্ডে নিজ খরচে ৩ ফুট চরা পাকা রাস্তা নির্মানের কাজ শুরু করছেন মগল্লা বাসী গত ৬ ফেব্রুয়ারী সকালে সরজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আইসিডিডিআরবি ( কলেরা হাসপাতালের ) সামনে হইতে খান বাড়ী পর্যন্ত প্রায় ৫৫০ ফুট রাস্তা নির্মানের কাজ শুরু করেছে ওই এলাকার বাসিন্দারা ।

এ রাস্তাদিয়ে প্রতিদিন শতাধীক পরিবারের ৫-৭শ লোক চলাচল করে ।

এলাকার একাধিক ব্যাক্তিরা জানান দির্ঘ ৪০ বছরের পুরনো এ রাস্তাটি দির্ঘদিন যাবত অবহেলীত। পৌরসভা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ সড়কে কোন কাজ করা হয়নি । বিভিন্ন সময় পৌরসভার ইন্জিনিয়ার রাস্তার পরিমাপ করলেও আজ পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি ।

এতে করে এ পথে চালাচলে বির্ঘন্ন ঘটছে প্রতিনিয়ত । বৃষ্টি হলেতো এ রাস্তায় হাটাই যায়না । পৌর মেয়র আওলাদ হোসেন লিটনসহ সকলের সুদৃষ্টি কামনা করেন তারা । এলাকায় মাইনউদ্দিন প্রধান বলেন আমাদের পৌরসভা ১ম শ্রেনীতে উন্নতি হলেও আমাদের ভাগ্যের উন্নতি হয়নি ।

এলাকার পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করেছি ব্যক্তগত ভাবে এছাড়াও এলাকা বাসীদের নিয়ে নিজেদের উদ্যোগেই রাস্তার কাজ শুরু করেছি । এ ওয়ার্ডে পৌরসভার সাপলাই পানিও পাইনি ।

এ বিষয়ে কাউন্সিল সাইফুল ইসলাম মোহন বলেন এ রাস্তার প্রশস্ত মাত্র তিনফুট বিভিন্ন প্রকল্পের রাস্তা করতে ৭-১০ ফুট প্রশস্ত হতে হয়। এ রাস্তা নিয়ে আমি বেশ কয়েক বার মেয়র সাহেবের সাথে কথা বলেছি। ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন (এডিপির) প্রকল্পের আওতায় রাস্তাটি আনা হয়েছে । পরবর্তীতে কাজ করা হবে ।

এ বিষয়ে মেয়র আওলাদ হোসেন লিটনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

 

সম্পর্কিত খবর