শাহমাহমুদপুরের লোধেরগাঁও সপ্রাবিতে মহিলা সমাবেশ

মাসুদ হোসেন : চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিদ্যালয় মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, ভিশন- ২০৪১, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং,

বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় (জানুয়ারী- মার্চ২০২৩ কোয়ার্টার) এর মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ আবদুল হাই, সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ৩২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নাছরিন আক্তার, প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মহসীন খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন, নিগার তাহমিনা, উম্মে হাবিবা খুকি, দিলরুবা আক্তারসহ মহিলা অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত খবর