শাহরাস্তি ব্যাংক এশিয়া উদ্যোগক্তা গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর শাহরাস্তি এশিয়া অনলাইন ব্যাংক মেহার কালিবাড়ি শাখা গ্রাহকদের রক্ষিত আমানতের প্রায় এক কোটি টাকা নিয়ে ব্যাংক উদ্যেগক্তা হৃদয় পাল নামে এক ব্যাক্তি উধাও হয়ে গিয়েছে।

এই চাঞ্চল্যেকর ঘটনাটি ঘটেছে গতকাল শাহরাস্তি পৌরসভা সদর স্বর্গীয় মহেন্দ্র পালের চার তলা ভবনের দ্বিতীয় তলায় শাহরাস্তি উপজেলার ডিজিটাল পোস্ট অফিসের অস্থায়ী কার্যালয়ে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রায় তিনশতাধীক গ্রাহকের প্রায় ৩/৪ কোটি টাকা আমানত রক্ষিত ছিলো। এছাড়া এই শাখার মাধ্যমে প্রায় ৩ শতাধীক স্কুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা জমা থাকতো। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তসরুফ না হলেও গ্রাহকের রক্ষিত আমানতের (সঞ্চিত) প্রায় ১কোটি টাকা নিয়ে শাখা ব্যাংক উদ্যেক্তা হৃদয় পাল উধাও হয়ে যায়। তারা আরো জানায়, ওই দিন একাধিক গ্রাহক তাদের আমানতের টাকা ফেরৎ নিতে এসে বিষয়টি জানতে পারে।

পোস্ট মাস্টার মজিবুর রহমান জানান, আমাদের অনলাইন ব্যাবস্থা না থাকায় এশিয়ান অনলাইন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের চুক্তি রয়েছে। আমাদের গ্রাহকদের সুবিধার্থে তাদের সঞ্চয় পত্র বা এফডিআর করতে এম আই সি আর ( অনলাইন চেক) প্রযোয্য।

সেই সুবাধে আমাদের পোস্ট অফিসের অস্থায়ী কার্যালয়ে এশিয়া অনলাইন ব্যাংকের কার্যক্রম চালু করে। গ্রাহকের চেক গুলো ট্রেন্সেফার দিতে গিয়ে তাদের প্রতারক হৃদয় পাল নিজের একাউন্টে জমা নিয়ে তা উত্তোলন করে উধাও হয়ে যায়। এ ব্যাপারে এশিয়ান ব্যাংকের উর্ধতন কর্মকর্তা তদন্ত করছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত ব্যাংক উদ্যোগক্তা পলাতক রয়েছেন।

অপর দিকে ভুক্তভোগী গ্রাহকরা বলছে, পোস্ট অফিসে দায়িত্বশীলদের মাঝে চরম গাফিলতি থাকায় এমন দুর্ধর্ষ ঘটনাটি ঘটেছে। আমরা আমাদের আমানত ফেরত পাবো কি পাবো না এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছি।
মোহাম্মদ শহীদ হোসেন, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ মামলা করে নাই।

 

সম্পর্কিত খবর