চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১জানুয়ারী (মঙ্গলবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মাঠ প্রঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

পুলিশ সুপার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায়। বাড়ির ছোট ছেলেমেয়েরা পর্যন্ত স্মার্টফোন ব্যবহারে এতোই আসক্ত, গ্রাম বাংলার প্রাচীন খেলা গুলো ভুলতে বসেছে। তাই আমাদের সকলকে আমাদের পরিবার ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মাদক ও অপরাধ থেকে বর্তমান তরুণ সমাজকে নিরাপদ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বারসহ অতিথিবৃন্দ।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্ল্যাহ।

এসময় ড্যাফ্রডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর