মৈশাদী ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কার্যক্রম, উদ্যোক্তা কক্ষ, ই-লাইব্রেরী, ডিজিটাল হল রুম ও পরিষদের করা সবজি বাগান ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। সেই সাথে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক কামরুল হাসান ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ কে ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিশু দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে চাঁদপুর সদর উপজেলার ভূমিহীনদের জমিসহ ঘরের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিষদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, ইউপি সচিব শংকর আচার্য্য, ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিশু দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ হারুন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খানসহ সকল ইউপি সদস্য, উদ্যোক্তা, অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর