শাহতলীতে ইভটিজিং করায় তিন বখাটকে মুছলেখা দিয়ে ছাড়

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে গতকাল ২৮ জানুয়ারী বিকেলে তিন বখাট যুবককে করেছে পুলিশ ।

পরক্ষণে স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে আটক তিন বখাটে যুবককে লিখিতভাবে মুছলেখা দিয়ে মুক্তি দিয়েছে মডেল থানা পুলিশ । বখাটে যুবকরা হলো ,১। সোহাগ খান বাদশা (২৪) পিতা জাহাঙ্গীর খান গ্রাম: মমিনপুর ,সাহেব বাজার চাঁদপুর সদর ২। নাজির গাজী (২২) পিতা মো:মোখলেছ গাজী গ্রাম: শাহ্তলী চাঁদপুর সদর ৩। মো:ইসমাইল হোসেন (২৩)পিতা:মজিব মিজি, গ্রাম:মমিনপুর পো: সাহেব বাজার চাঁদপুর সদর ।

জানা গেছে, শাহ্তলী কামিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনাটি মাদ্রাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদকে মোবাইলে জানালে মহোদয়ের নির্দেশে আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসেন এএসআই সাইদুরকে ।

এ ব্যাপারে এএসআই সাইদুর গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহতলী কামিল মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার ঘটনাটি বখাটে যুবক সোহাগ খান বাদশা, নাজির গাজী,মো:ইসমাইল হোসেন ইভটিজিং এর ঘটনা স্বীকার করেন । পরে লিখিতভাবে মুছলেখা দিয়ে তিন বখাটে যুবককে অভিভাবকদের নিকট হস্তান্তর করেন । মুছলেখাতে ভবিষতে ইভটিজিং এর মতো এ ধরনের ঘটনা উক্ত বখাটেদের গ্রেফতার করে আদালতে পাঠানো হবে ।

এ ব্যাপারে মাদ্রাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী জানান,শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং এর বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষনা করেছি । এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ ও ওসি আব্দুর রশিদ অত্যন্ত সোচ্ছার । যখনই ইভটিজিং এর ব্যাপারে মডেল থানা পুলিশ কে জানালে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।

পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে । তিনি বলেন,শাহতলী কামিল মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার ঘটনাটি বখাটে যুবক সোহাগ খান বাদশা, নাজির গাজী,মো:ইসমাইল হোসেন স্বীকার করেন । পরে লিখিতভাবে মুছলেখা দিয়ে তিন বখাটে যুবককে অভিভাবকদের নিকট হস্তান্তর করেন পুলিশ । আমরা এলাকাবাসী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানা ওসি আব্দুর রশিদকে ধন্যবাদ জানাচ্ছি ।

সম্পর্কিত খবর