চাঁদপুরে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে দুই দিন মেয়াদী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল ২৫ জানুয়ারী (বুধবার) চাঁদপুর পুলিশ লাইন্স হল রুমে কনস্টেবল হতে এসআই (সঃ নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন মেয়াদী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির ১ম ব্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

পুলিশ সুপার বলেন, মাননীয় আইজিপি’র নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে এবং পুলিশ বাহিনীর সদস্যেদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর