চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইব্রাহিম খান : ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে গনতন্ত্র হত্যা দিবসে গনতন্ত্র পূনরুদ্ধারে ১০ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

২৫ জানুয়ারি বুধবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন,এই ২৫ জানুয়ারি একটি কালো অধ্যায়।এই কালো অধ্যায় তৈরি করেছিলো আওয়ামী লীগ। শেখ মুজিব মাত্র ১৫ মিনিটের ভাষনে গনতন্ত্রের কবর রচনা করেছিল।আবার এদেশে বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তন করেছিলো জিয়াউর রহমান।

আজকে একদফা একদাবী শেখ হাসিনা তুই কবে যাবি।আজকে আওয়ামী লীগ যত খারাপ তারচেয়ে বেশী খারাপ শেখ হাসিনা।শেখ হাসিনা হিন্দুস্থানের কাছে মাথা নত করে তাদেরকে প্রভূ মেনে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দেয় না।কারন আওয়ামী লীগ জনগনকে ভয় পায়।আমরা বলবো আপনারা জনগণের ভাষা বুঝেন।জনগণের সাথে থাকেন।

তিনি বলেন, আজকে চাঁদপুরে আইনজীবী সমিতির নির্বাচন সেখানে আমি আওয়ামী লীগের বন্ধুদের বলেছিলাম ভোট মনে হয় রাতে হলে কাটতে ভালো হতো।তারা বললো আমরা যে কেটে রাখিনা সেটা কেমনে ভাবলেন।সেখানেও তারা ভোট কাটাকাটিতে ব্যস্ত।আজকে অনেকে মনে করে বিএনপির আন্দোলন ঝিমিয়ে গেছে।এটি মনে করার কোন কারন নেই আগামীতে আখেরী ভাবে মোকাবেলা করা হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমউস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, জেলা মৎসজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল,

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমূখ।

সম্পর্কিত খবর