জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি বুধবার। নির্বাচনে ১৫টি পদের জন্যে লড়ছেন ৩০জন প্রার্থী। ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দোতালায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৩৪০ জন।

১৫ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবীরা।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেয়া প্যানেল দুটি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। দুটি প্যানেলের প্রার্থীরাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।

ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে আদালত চত্বরে বিভিন্ন প্রার্থীর পক্ষে আইনজীবীরা ব্যানার সাঁটিয়েছেন। প্রার্থীরা তাদের পক্ষে লিফলেট বানিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। এক প্রার্থী আরেক প্রার্থীকে কোলাকুলি করে দোয়া ও ভোট চাইছেন।

সম্পর্কিত খবর