চাঁদপুর সরকারি হাসপাতালের ডাঃ মনিরুল ইসলামের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ও বিএমএ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুল ইসলাম এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বি এম এ চাঁদপুর জেলা শাখা ও আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে হাসপাতালের তৃতীয় তলার হলরুমে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি এম এ) চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর মেডিকেল কলেজের ডাঃ অধ্যক্ষ হারুন অর রশিদ, আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ, বিএম এ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুনন্নবী মাসুম,

সভাপতি, ডাঃ হারুনুর রশিদ সাগর, চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস, হাসপাতালের সহকারী পরিচালক, ডাঃ গোলাম কাউসার হিমেল, ডাঃ সাজেদা পলিন, সাবেক সহকারী পরিচালক ডাঃ এম জি ফারুক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সালেহ আহমেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল,

ডাঃ আসিবুল আহসান চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আব্দুল আজিজ, , মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, হাসপাতালের অর্থো বিশেষজ্ঞ ডাঃ আনিছুর রহমান, এ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাঃ আবু সাদাত আবু সায়েম, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ সানজিদা আলম, প্যাথলজি বিভাগের টেকনলজিস্ট আব্দুল মালেক, আলমগীর হোসেন প্রমুখ।

এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ক্লিনিকের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর