চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম-এর কার্যনির্বাহী পরিষদের ৩য় সভা গতকাল শুক্রবার বাদ জুম’আ চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের এবং গীতা থেকে পাঠ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন।
সভার শুরুতে বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক। কিছু সংশোধন স্বাপেক্ষে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পরে সভার এজেন্ডা অনুযায়ী সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সামগ্রিক আলোচনায় অংশ নেন, কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী, রহিম বাদশা, সোহেল রুশদী, ফারুক আহমদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা। সভায় আর কোনো এজেন্ডা না থাকায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।