চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫জানুয়ারী (রবিবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাশ শেডে চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

সভায় ডিসেম্বর ২০২২খ্রিঃ পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার মো: মিলন মাহমুদের নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

এসময় ডিসেম্বর ২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, ডিসেম্বর-২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মিছবাহুল আলম চৌধুরী,শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চাঁদপুর সদর থানার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ শাহরিন হোসেন, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) সাইফুর রহমান, জেলার মধ্যে ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পান ফরিদগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিক টিআই কামরুল হাসান পিপিএম।

চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর পরিচালনায় অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন
পুলিশ সুপার মো: মিলন মাহহমুদ বিপিএম (বার)।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর