চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫জানুয়ারী (রবিবার) চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ মোস্তফা কামাল রাশেদ, পুলিশ সুপার-, চাঁদপুর উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর পরিচালনায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করতে হবে।

গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা গুলো পর্যালোচনা করা সহ তদন্তের মান বৃদ্ধি করতে হবে। তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (নৌ-পুলিশ) মোঃ তোফাজ্জেল হোসেন, সিআইডি-চাঁদপুর, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

সম্পর্কিত খবর