শাহরাস্তির কেশরাঙ্গা সপ্রাবিতে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান

স্বপন কর্মকার মিঠুন/ রফিকুল ইসলাম পাটোয়ারী: শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর(অব) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন ,আমি নিজে বাচাঁর জন্য যুদ্ধ করি নেই। অর্থনৈতিক মুক্তি ও জনগনের ন্যায়বিচার পাইয়ে দিতে মুক্তিযুদ্ধ করে ছিলাম।

সেই স্বাধিন বাংলার জনতার সম্মুখে দাড়িয়ে আজ আমি বক্তব্য রাখতে পারছি। ৭১ সালের পর নতুন প্রজম্মেও মুখে আজ হাসি ফুটে আছে, তারা সুন্দর সুখী সমৃদ্ধশালী সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে বিভোর হয়ে আছে। তাদেরকে মেধা সম্পন্ন করে তুলতে হবে। আমাদের সন্তারা দেশের একদিন কর্ণধার হয়ে নেতৃত্ব দান করবে বলে আমার বিশ^াস।

গতকাল শুক্রবার ১৩ জানুয়ারী উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপিনয়নের কেশরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর(অব) রফিকুল ইসলাম বীর উত্তম ওই কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও বিদ্যালয় সহকারি শিক্ষক মো. মঞ্জুর হোসেন ও হুমায়ূন কবির সেন্টুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. জামাল নাছের, চেয়াম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা, উপজেলা পরিষদের চেয়াম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, মো. নজরুল ইসলাম, অধ্যাপক কৃষি বিশ^বিদ্যালয় অস্টেলিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়াম্যান তোফায়েল আহম্মদ ইরান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জেড.এম আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুুরুল ইসলাম জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.লুৎফুর রহমান ভুঁইয়া, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবুল বাশার, সেক্রেটারী মো. মাসুদ আলমসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।

সম্পর্কিত খবর