চাঁদপুরের হিতৈষী ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হিতৈষী ক্লিনিক সেবামুল্য তালিকা বিহীন ব্যবসা করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। প্রতারিত সাধারণ রোগীর অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি অভিযান চালায়।

এ ব্যাপারে সহকারী পরিচালক নুর হোসেন জানান, ১১ ডিসেম্বর বুধবার বিকালে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক,চাঁদপুরের সার্বিক সহযোগীতায় চাঁদপুর জেলা সদর উপজেলাধীন ছায়াবানী মোড় সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত করি।

এসময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযানে যাই, এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হিতৈষী ক্লিনিক প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

সম্পর্কিত খবর