চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোটার : চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ১ শ ৫০ জন তালিকাভূক্ত সংগামী সদস্যদের মধ্যে বাগাদী চাঁদপুর শাখায় শীতবস্র হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যোনাল ম্যানেজার এস.এম.সোয়েব।

সারাদেশের ন্যায় চাঁদপুরেও শৈত্যপ্রবাহের কারণে প্রচন্ডশীত নিবারণে গ্রামীণ সংগ্রামী সদস্যদেরকে চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের যোনাল ম্যানেজার ।

৮ জানুয়ারি সোমবার বেলা ৪ টায় চাঁদপুর সদরের বাগাদী শাখায় এর উদ্বোধন করেন। পরে আরো ৩ টি শাখায় কম্বল বিতরন করা হয় ।

চাঁদপুর গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণকালে সংগ্রামী সদস্যদের উদ্দেশে তিনি বলেন,‘ গ্রামীণ ব্যাংক গরীবের ব্যাংক । তাই গরীব ও সংগ্রামী সদস্যদের প্রতি সহানূভূতির সহিত তাদের কস্টের কথা বিবেচনা করেই কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে । বিশেষ বিবেচনায় সুদূর দেশের উত্তরের জনপথ সিরাজগঞ্জ থেকে উন্নতমানের এ কম্বল আনা হয়েছে। যা আপনাদের মাঝে বিতরণ করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের গ্রামীণ ব্যাংকের যোনাল অডিটর মো.আব্দুল মান্নান,এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার এবং চাঁদপুর তরপুরচন্ডী গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.কামরুল হাসান, বাগাদীর ব্যাস্থাপক আবুল হাসেম, মহামায়া শাখার ব্যবস্থাপক সম্ভুনাথ ও বাকিলা শাখা ব্যবস্থাপক মো.শহিদুল ইসলাম ।

চাঁদপুরের যোনাল অফিস ,অডিট অফিস ও্র ৫৪ টি শাখার পক্ষে এ শীতবস্ত্র প্রদান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর