জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।

গতকাল ১জানুয়ারী (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলণায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

প্রধান অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ এর ব্যবস্থা করছে, এটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দেওয়ার ধারাবািহকতা রেখেছেন। আজকে যারা নতুন বই পাবে, তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে লেখা পড়া করতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তোমরা পড়ালেখা করে, সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলেতে হবে। তোমরা তোমাদের বইগুলো যত্নে রাখবেন। শিক্ষার পাশাপাশি আচার আচরন ভালো রাখতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে হবে। আমি স্কুল ও কলেজের মুখে দুটি গেইট করার অচিরেই উদ্যোগ নিবো ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের নিকট বই পৌঁছে দিচ্ছে। বিশ্বে একমাত্র বাংলাদেশেই যেখানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। আজকের দিনটি তোমাদের জন্য আনন্দের দিন। বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছ। সকল শিক্ষার্থী আজকে বই নিয়ে বাড়িতে যাবে, গিয়েই তোমাদের পিতা-মাতাকে বই দেখাবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমরা আমাদের এ প্রতিষ্ঠান গুলোতে ভবন পেয়েছি। ইউনিয়ন পরিষদ থেকেও বিদ্যালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। সেখানে তোমরা কম্পিউটার শিখতে পারবে। বর্তমানে সর্বক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে। তাই তোমাদের কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কস্পিউটার ব্যবহার জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মাট হিসাবে গড়ার জন্য কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ বাপসা চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৬নং ওয়ার্ডের মেম্বার মো: সোহাগ হোসেন সোহেল, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি প্রমুখ ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মনির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর