আল-আমিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের মধ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সবক্ষেত্রে সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের জ্ঞান-বিজ্ঞানের চর্চা শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। কিশোর গ্যাংয়ের একটা প্রকোপ দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনোভাবেই কিশোর গ্যাংয়ে জড়িত হবে না। কারণ, জীবনে একবার পা পিছলালে আর এগোনো যাবে না। মনে রাখবে, নিজেদেরকে স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আজ নারীরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। দেশ জ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।

কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া,

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষক মাসুদা নূর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সম্পর্কিত খবর