সাবেক এমপির জানাজায় ছয়টি মোবাইল চুরি : চোর রাজু আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর ফরিদগঞ্জের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডঃ শামসুল হক ভূঁইয়ার নামাজের জানাজা দিতে এসে ৬ জনের মোবাইল চুরি করে পালানোর সময় চোর রাজুকে আটক গণধোলাই দিয়েছে।

চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে পালানোর সময় হাতেনাতে চোরকে আটক করে।

অবশেষে চোরের পকেট তল্লাশি করে তিনটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। বাকি মোবাইল আটক চোরের সহযোগী তুষার নিয়ে পালিয়েছে বলে জানায়।

চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে নামাজে জানাজা যাওয়ার পর এই মোবাইল চুরির ঘটনাটি ঘটে।
পরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আলিম ও এএসআই মিজান ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে আটক হওয়া চোর রাজু কুমিল্লার জেলার সুয়াগাজী এলাকার তারাপুর গ্রামের মাসুমের ছেলে।
মোবাইল চোর আটক হওয়ার পর নামাজের জানাজা দিতে আশা শত শত মানুষ এসে ভিড় জমায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

জনতার হাতে আন্তজেলা মোবাইল চোর চক্রের হোতা রাজু আটক হওয়ার পর তার সহযোগী তুষার পালিয়ে যায়।
জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার মোবাইলটি চোরের কাছ থেকে তাৎক্ষণিক উদ্ধার করা হলেও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় সাংবাদিক ইকবাল পাটোয়ারী চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন।

মোবাইল চোর রাজু কুমিল্লা থেকে চাঁদপুরে এসে এভাবে নামাজের জানাযায় মোবাইল চুরি করে ধরা পরল। তারা এভাবেই বিভিন্ন

জেলায় নামাজের জানাযায় গিয়ে মোবাইল চুরি করে। তাদের সাথে রয়েছে সঙ্ঘবদ্ধ চোরচক্র। এদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করলেই মোবাইল চুরি বন্ধ হবে।

সম্পর্কিত খবর