মতলবে শীতলা মন্দিরের ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা

সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের বণিক বাড়ির ৫০ বছরের পুরনো শ্রী শ্রী শীতলা মন্দিরের পূজার গাছটি দুর্বৃত্তরা ২ ফেব্রুয়ারি গভীর রাত্রে কেটে ফেলার সংবাদ দৌনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ৪ ফেব্রুয়ারি রবিবার সলালে ঘটনাস্থল তদন্ত করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

এ সময় উপস্হিত ছিলেন থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) সালেহ আহাম্মদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, থানার এসআই মোঃ সফিকুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা পূজারীদের বলেন তদন্তসাপেক্ষে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন ।

সম্পর্কিত খবর