মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ পাওয়ায় চাঁদপুরে ৪০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন : চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এক ফার্মেসির কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারী) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর শহরের ছায়াবানি মোড় এলাকায় মিলন ফার্মেসিতে প্রচুর পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষুধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক উক্ত প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানার অর্থ আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

সম্পর্কিত খবর