চাঁদপুরে সুবর্ণ জয়ন্তী রোভার মুট ডে-ক্যাম্প ও বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী ডে-ক্যাম্পের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের ডে-ক্যাম্প ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭জানুয়ারি) সকাল থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ২৯ টি কলেজর ও মুক্ত স্কাউট গ্রুপের ৩৭০ জন রোভার স্কাউট সদস্যসহ ২০ জন রোভার লিডার ও প্রশিক্ষকদের সক্রিয় অংশ গ্রহণের মধ্যে দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় ও রোভার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরীয়ার।

প্রধান অতিথি প্রামানিক রোভার সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক ও তাদের উজ্জীবিত করতে বক্তব্য রাখেন। বাংলাদেশ গড়তে রোভার সদস্যদের যোগ্য ও স্মার্ট হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, তোমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে দেশ গড়ার কাজে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করবে এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করবে। একজন আদর্শ নাগরিক হিসেবে তোমাদের দায়িত্ব নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে, সাধারণ শিক্ষার্থীর থেকে রোভার স্কাউটের শিক্ষার্থীরা সকল দিক দিয়ে এগিয়ে থাকে।

চাঁদপুর জেলা রোভারর স্কাউট সম্পাদক নজরুল ইসলামে সভাপত্বীতে স্কাউট ব্যত্তিত্ব হিসাবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর জেলা রোভারের সহ-সভাপতি ও মুন্সিহাট কলেজের অধক্ষ্য অাব্দুল মালেক, সহকারী কমিশনার ও বাবুরহাট কলেজের প্রিন্সিপাল মোশারফ হোসেন, কোষাধক্ষ সুমন মজুদার, ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান, এ,এল,টি ওয়ালিদ হোসেন, আবুল খায়ের, মোঃ মাসুদ দেওয়ান, বিপ্লব কুমার সাহা, সাইফুল ইসলাম, হাসিবুর ইসলাম হাসিব, আল মামুন, জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক স্কাউটরা উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর