শাহতলী জিলানী চিশতী উবি কেন্দ্রে সর্ব্বোচ্চ ভোট পেয়েছে ডা: দীপু মনি

চাঁদপুর খবর রির্পোট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

৭জানুয়ারী (রবিবার) অনুষ্ঠিত নির্বাচনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত ইউনিয়নের মধ্যে সবোর্চ্চ  নৌকা প্রতীকে ১০০০ভোট পেয়েছেন ডা: দীপু মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া পেয়েছে ২৩৯ভোট।

এ ছাড়া উক্ত ইউনিয়নের অপর কেন্দ্রের ফলাফল হলো মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র নৌকা পেয়েছে ৫৯৮, ঈগল- ১৪২, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নৌকা- ৩১৭ঈগল- ১০৩, কুমারডুগী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নৌকা- ২১৮, ঈগল- ৯৪, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা- ১০০০ভোট, ঈগল- ২৩৯ ভোট, পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা কেন্দ্র নৌকা-৪৯৩ভোট ঈগল-৫৬২ভোট, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নৌকা- ৪৯৯, ঈগল- ৪৮৬।

এ ইউনিয়নে নৌকা সর্বমোট ভোট পেয়েছে- ৩,১২৫ ভোট, ঈগল- ১,৬২৬ ভোট।

জানা গেছে,শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থী ডা: দীপু মনি পেয়েছে ১০০০ ভোট, ঈগল মার্কার প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া পেয়েছে ২৩৯ভোট, মোমবাতি মার্কার প্রার্থী আবু জাফর মো: মাঈনুদ্দিন পেয়েছে ৫৮ভোট, গোলাপ ফুল মার্কার প্রার্থী মো: কাউছার মোল্লা পেয়েছে ৯ভোট, লাঙ্গল মার্কা প্রার্থী মো: মহসিন খান পেয়েছে ১ভোট, ফুলেরমালা মামার্কার প্রার্থী মো: মিজানুর রহমান পেয়েছে ৪ভোট, ট্রাক মার্কা মো: রেদওয়ান খান পেয়েছে ০ভোট।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে নির্বাচনে লড়েছেন ৭জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

সম্পর্কিত খবর