হাইমচরে তৃণমূল ভোটারের দ্বারে দ্বারে ঈগল মার্কার প্রার্থী ডা. শামছুল হক ভুইয়া

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ও ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. শামছুল হক ভুইঁয়া তৃণমূল ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। গণসংযোগ শেষে সাহেবগঞ্জ বাজারে নির্বাচনি সমাবেশে বক্তব্যে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে চাঁদপুরের তিনটি উপজলোয়র ২টি আসনে নির্বাচন করতেছি। তাদের মাঝে আত্মসমর্পণ করেছি আগামী ৭ তারিখ আপনাদের রায়ের অপেক্ষায় আছি।

রাজনীতি হচ্ছে মানুষের সেবা করার প্লাটফর্ম। নির্বাচনে প্রত্যেকটি ভোটার কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবে। এতে যদি বাঁধা দেওয়া হয় তাহলে প্রশাসনসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার হাইমচর উপজেলার চর অঞ্চল অবৈধভাবে দখল করে নগর গড়েছে নির্বাচিত হলে পকৃত মালিককে তাদের ভূমি বুঝিয়ে দেওয়া হবে। চরাঞ্চলের মানুষের দুক্ষ দুর্দশা লাগব করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যাবলে তা করে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ শান্তুপূর্ণ সুষ্ঠু ভোটগ্রহন করতে ঐক্যবদ্ধ হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিন ব্যাপী সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন, নীলকমল ইউনিয়নের ঈশানবালা, চেয়ারম্যান বাজার, গাজীপুর ইউনিয়নের মনিপুর চর, হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে গণসংযোগ, পথসভা, সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিশার আঃ রব ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুইঁয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদাট সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল পাটওয়ারী,

হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা বাবু জমাদার, নীলকমল ইউনিয়নের নির্বাচন পরিচালনা আহ্বায়ক ফারুক মোল্লা, হাইমচর ইউনিয়নের বাবুল মিয়া, শাহজালাল আখন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাজী জাফর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন জমাদার, শ্রমিক লীগ নেতা শাহীন জমাদার প্রমূখ। গণসংযোগ ও সমাবেশে তৃনমুল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণের শতস্পুত অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর