হাইমচরে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির মহিলা সমাবেশ

কবির হোসেন : চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৪ নং নীলকমল, ১ নং গাজীপুর ও ৫ নং হাইমচর ইউনিয়নে নির্বাচনী মহিলা সমাবেশ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবার চরে আসলেই এখানে পূর্বের চেয়ে বেশি উন্নয়ন চোখে পড়ে। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে  অনেক ভালো হয়েছে। রাস্তাঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে । আরও যেখানে প্রয়োজন গুরুত্ব দিয়ে করা হবে৷ চরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে।

শুক্রবার (২৯ডিসেম্বর) হাইমচর উপজেলার নীলকমল,গাজীপুর এবং হাইমচর ইউনিয়নে নির্বাচনী মহিলা সমাবেশ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মধ্যচরে শিল্প অঞ্চল গড়ে তোলা হবে। এই চরে শহরের সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন।

নতুন শিক্ষাক্রম নিয়ে ষড়যন্ত্রকারীদের গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করে বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে মানবিক মূল্যবোধসম্পন্ন বৈশ্বিক অভিযোজী নাগরিক তৈরী হবে। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের বিশাল সম্ভাবনা। আমাদের চ্যালেঞ্জ আছে, সম্ভাবনাও আছে। সম্ভাবনাকে কাজে লাগাতে, চ্যালেঞ্জ মোকাবিলা করার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার ক্ষেত্রে সরকার বিনিয়োগ করছে। আগামী দিনে আরও অনেক বিনিয়োগ করবে। আগামী দিনে শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জনাব মো:খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাসের, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার,

যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জি এম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আতিক পাটওয়ারী, যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর, ছাত্র লীগের আহবায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী,  নীলকমল ইউনিয়ন আওয়ামী সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বাচ্চু সরকার, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার গাজী, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওছমান প্রধানীয়া সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর