নির্বাচনে পেশি শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স : চাঁদপুরের এসপি সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু নির্বাচন আয়োজনে কালো টাকা ও পেশি শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শুক্রবার(২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলার কোথাও কোনো প্রার্থীর কর্মী বা সমর্থকদের পুলিশ গ্রেফতার করেনি এবং সকল প্রার্থী পুলিশের সহায়তা পাওয়ার বিষয়ে সন্তোষজনক মনোভাব প্রকাশ করেছেন। এতেই বুঝা যায় চাঁদপুর জেলা পুলিশ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শতভাগ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তবে আমরা কালো টাকা ও পেশি শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।সভায় সরকারি উর্ধতন কর্মকর্তাগণ, প্রার্থীগণ ও তাদের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর