চাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর ( শুক্রবার) চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান ও চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, ডিডি এনএসআই, আনসার, ডিজিএফআই এর প্রতিনিধি সহ চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ।

নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনের মাধ্যমে আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর