হাজীগঞ্জে ভোট বর্জনের লিফলেট বিতরণের অভিযোগে আটক-১

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে দোকানে ভোট বর্জনের লিফলেট পাওয়ায় শাহাব উদ্দিন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভাধীন টোরাগড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের সওদাগর পাড়ার আমান উল্যাহ্ ছেলে।

থানা সূত্রে জানা গেছে, আসছে ৭ জানুয়ারী ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ এবং ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করেন শাহাব উদ্দিন। এমন সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় তার দোকান থেকে দুইটি ভোট বর্জনের লিফলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, শাহাব উদ্দিন জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আগামি ৭ জানুয়ারীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনের ভোট বর্জনের জন্য মানুষকে উৎসাহিত করে এবং লিফলেট বিতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শাহাব উদ্দিনকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর