চাঁদপুর সদরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

২৭ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালতে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ৭(১)গ লঙ্ঘন করায় ধারা ১৮(১) অনুযায়ী ২জনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং আদায় করেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ।

এসময় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এম আর জাহিদ, চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো: মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদপুর সদর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে একযোগে তিনটি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।

সম্পর্কিত খবর