মতলব দক্ষিণে সংসদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতিমা সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

সভায় ভোটপূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

 

সম্পর্কিত খবর